দেবাঞ্জন ব্যানার্জি:-
আসন্ন সিএবি নির্বাচনে সভাপতি পদে সৌরভ গাঙ্গুলীকে সমর্থন করবে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষনা করলেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। বাইশ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারন সভা। সেখানে মূল আলোচ্য নতুন কমিটির নির্বাচন। ইতিমধ্যে সিএবির নির্বাচনী হাওয়া জোরালোভাবে বইতে শুরুকরেছে। সৌরভ গাঙ্গুলী সভাপতি পদপ্রার্থী সামনে আসার পরেই ময়দানের নির্বাচনের অঙ্কে অনেক বদল হচ্ছে। অভিষেক ডালমিয়া বা বিশ্বরূপ দে গোষ্ঠীও নির্বাচনে প্রার্থী দেবেন না বলেই খবর। শনিবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। তার তৎপরতা এখন সিএবি জুড়ে। এরমধ্যেই সিএবি নির্বাচনের অঙ্ক চলছে। গত একমাস আগেও যারা সৌরভের বিরোধীতা করতে পারেন বলে মনে করা হচ্ছিল তাদের অনেকই এখন মহারাজের দরবারে। সিএবিতে এখন নিয়মিত বৈঠক হচ্ছে। ঘরোয়া আলোচনায় নিজপক্ষ গোছানোর তোড়জোড়। এই প্রেক্ষাপটে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সাংবাদিক সম্মেলন অবশ্যই বিশেষ বার্তাবহন করে। সৌরভ অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি। সভাপতি সৌরভ গাঙ্গুলীকে সমর্থন করছে ইস্টবেঙ্গল। কিন্তু তাঁর প্রস্তাবিত পদাধিকারীদের প্যানেলকে কি সমর্থন করবে লাল হলুদ? দেবব্রত সরকার বলছেন প্যানেল কি হচ্ছে তা তারা জানেন না। যদি সমর্থন যোগ্য হয় তাহলে করা হবে। সেক্ষেত্রে প্যানেলে কারা আসছেন তা দেখতে চাইছে ইস্টবেঙ্গল। সুত্রের খবর ইস্টবেঙ্গল প্রাক্তন সচিব বাবলু গাঙ্গুলীর পুত্রকে কোনও একটি পদে চাইছে। তাই নিয়ে টানাপোড়েন চলছে বলে খবর। সৌরভ গোষ্ঠী আশাবাদী ইস্টবেঙ্গলের দাবিকে ঠাণ্ডা করা যাবে। তাহলে কি অভিষেক ডালমিয়াকে সমর্থন করছে না ইস্টবেঙ্গল। দেবব্রত সরকার বলছেন সৌরভকে সমর্থন করলে অভিষেককে কিভাবে সমর্থন করা যাবে। তবে বছর তিনেক আগে অভিষেক ডালমিয়া গোষ্ঠীর প্যানেলে ইস্টবেঙ্গল তাদের পছন্দের প্রার্থীকে রাখতে বলেছিল। কিন্তু ময়দানী রাজনীতির অঙ্কে তা সম্ভব হয়নি। তানিয়ে দুঃখ প্রকাশ অভিষেক করেছিল বলে দেবব্রত সরকার জানিয়েছেন। সব মিলিয়ে ময়দানে সিএবি রাজনীতির অঙ্ক জমে উঠেছে।
















Leave a Reply