News Desk : সারা কলকাতা জুড়ে শুরু হয়েছে পুজোর উন্মাদনা। কত কয়েক বছরে কলকাতা সহ বাংলায় প্রচুর নতুন গনেশ পুজো শুরু হয়েছে। মঙ্গলবার সল্টলেকে গণেশ পুজো উদ্বোধনে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে যখন রাজ্যে যখন সরব তৃণমূল। সেই মোক্ষম সময়ে এই বিষয়টিকেই নিজেদের মণ্ডপে তুলে ধরল সল্টলেকের ‘যুবকসংঘ’ (আদি ) ক্লাব। এই বছর তাদের থিম ‘বাংলা আমার মা’। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “বাংলার ভাষার সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। তাহলে বাংলা বলার সময় জনাব বলা হয় কেন? যখন উর্দু বলবো তখন জনাব। গৌতম ঘোষ বলব। কিন্তু যখন বাংলা বলব তখন শ্রী ফিরহাদ হাকিম বলব। ইংলিশ যখন বলব তখন মিস্টার।” স্বাভাবিক কারণেই বাংলা ভাষা না বাংলাদেশি ভাষা – তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এর পরেই তিনি ধর্ম ও ভাষা প্রসঙ্গ তুলে বলেন,”এটা আমরা বেশিরভাগ সময় ভুল করি তার কারণ ধর্মের সঙ্গে ভাষার কোনও সম্পর্ক নেই। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে, সেই যারা মাথা মোটা একটা সময় ধর্ম-ধর্ম নিয়ে মারপিট করত, আজকে তারা ভাষা নিয়ে মারপিট করছে। এটা কেন হবে? বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা।” ফিরহাদ হাকিম বাংলা ভাষা, ধর্ম ও সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যর কথা তুলে ধরেন।
















Leave a Reply