Advertisement

বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রার পথে ভয়াবহ দুর্ঘটনা

News Desk : ক্রমাগত বৃষ্টির কারণে আবার প্রবল ভূমিধস। বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রার পথে ভূমিধসে অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সন্ধে থেকে উদ্ধার অভিযান চালানো হয়। গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। শুধু বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে নয়, ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। ভারি বৃষ্টিতে গত কিছুদিন ধরেই বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। অগস্টের মাঝামাঝি মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান হয়েছিল কিস্তওয়ারে। তারপর কাঠুয়ায়ও মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নেমেছিল। ২ জায়গাতেই প্রাণ গিয়েছিল অনেকের। এবার ভারী বৃষ্টির জেরে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে ধস নামে। তাতেই ৩০ জন প্রাণ হারান।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বৃষ্টির মধ্যে কেন খোলা ছিল বৈষ্ণোদেবী মন্দির? এই নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধসে মৃত্যুর ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেছেন তিনি। কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন। ধস নামার পরই উদ্ধারকাজে নামে NDRF এবং CRPF। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *