Advertisement

বহু উৎকণ্ঠার পরে বনগাঁর জলবন্দি মানুষের কাছে পৌছালো সরকারি ত্রাণ

News Desk : নতুন করে প্লাবিত হয়েছে বনগাঁর বিস্তীর্ণ অঞ্চল। ফলে বনগাঁর একটা বড়ো অংশ বিচ্ছিন্ন হয়ে পরে মূল ভুখন্ড থেকে। ২৬ তারিখ রোদ উঠতেই বিস্তীর্ণ এলাকার জলবন্দী আটকে পড়া মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ দেখা গেল বনগাঁ পৌরসভার পৌর প্রধান সহ আধিকারিকদের মধ্যে। ইছামতি-তে বিকেলের মধ্যে নৌকা নিয়েই ত্রাণ সামগ্রী নদী সংলগ্ন জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিলেন প্রশাসনিক আধিকারিকেরা। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে নৌকায় চেপে জলবন্দি এলাকা পরিদর্শনে নামেন।

দুর্গতদের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন, ডিম সহ প্রায় এক সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দেন। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই ১৪টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। সেখানেও বহু মানুষ আশ্রয় নিয়েছেন। পৌর প্রধান জানান বনগাঁ এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ এখন জলবন্দি অবস্থায়। শিবিরে খাওয়ার ব্যবস্থার পাশাপাশি এদিন প্রায় সাতশ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন দেখা যায় নদীতে নৌকার মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় এলাকায় ঘুরে জল বন্দি মানুষদের হাতে এই সব ত্রাণ সামগ্রী তুলে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *