Advertisement

বর্ষায় বেরিয়ে পড়েছে ২ নম্বর রাজ্য সড়কের হাড় কঙ্কাল, ভাঙাচোরা রাস্তায় প্রায়শই ঘটছে দূর্ঘটনা, এম্বুলেন্স চালাতে গিয়েও বিপাকে চালকেরা

News Desk : কলকাতার সঙ্গে পশ্চিমের জেলাগুলির যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ২ নম্বর রাজ্য সড়ক। বর্ষায় আরামবাগ বিষ্ণুপুর সেই রাজ্য সড়কেরই বেরিয়ে পড়েছে হাড় কঙ্কাল। রাস্তাজুড়ে তৈরী হয়েছে বড়বড় গর্ত। পরিস্থিতি এমনই যে প্রায়শই ঘটছে দূর্ঘটনা। ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে এম্বুলেন্সও। সব জেনেশুনেও নির্বিকার প্রশাসন।

কলকাতা থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় যাতায়াতের অন্যতম শর্টকাট ডানকুনি -আরামবাগ- বিষ্ণুপুর রাজ্য সড়ক। স্বাভাবিকভাবে এই সড়কে দিনরাত অসংখ্য যাত্রীবাহী যানবাহন যেমন চলাচল করে তেমনই এই রাস্তায় অহরহ যাতায়াত করে পণ্যবাহী গাড়ি। কিন্তু চলতি বছর লাগাতার বর্ষায় সেই রাস্তারই একাংশের হাল হয়ে পড়েছে রীতিমত বেহাল। কোতুলপুর থেকে জয়পুর পর্যন্ত রাস্তার বেশিরভাগ জায়গায় পিচ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার পাথর। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরী হয়েছে গর্তও। সেই গর্তে জল জমে ওই রাস্তা আরো বিপজ্জনক করে তুলেছে। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে ওই রাস্তা দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে রীতিমত আতঙ্ক তাড়া করছে স্থানীয়দের। বাইক হোক বা চার চাকা গাড়ি, যাত্রীবাহী বাস হোক বা রোগী বহনকারী এম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই পড়ছে দূর্ঘটনার কবলে। রাজ্য সড়কের এমন বেহাল দশার কথা জেলা প্রশাসন জানে না তা নয়, প্রশাসনের দাবি অতি বর্ষার কারনেই এমন পরিস্থিতি তৈরী হয়েছে। পূর্ত দফতর ওই সড়ক মেরামতির চেষ্টাও চালাচ্ছে। আবহাওয়া ভালো থাকলে পুজোর আগেই অথবা পুজোর পরেই ওই রাজ্য সড়ক মেরামতির কাজ শুরু করা হবে। এখন কবে সেই রাস্তা মেরামতির কাজ শুরু হয় আপাতত সেদিকেই তাকিয়ে ওই রাস্তায় চলাচলকারী স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যানবাহনের চালকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *