News Desk : ব্যক্তিজীবন নিয়ে বায়োপিক তৈরী হওয়া শুরু হয়েছে বেশ কয়েক বছর হলো। বেশ কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলির ব্যক্তি জীবন নিয়ে বায়োপিক তৈরীর খবর সামনে আসে। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় ‘দাদাগিরি’ দেখাবেন রাজকুমার রাও। ইতিমধ্যেই আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন অভিনেতা। পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনও খামতি রাখতে চান না তিনি। তাই নিজেকে প্রস্তুত করতে আরও বেশ কিছুটা সময় নিচ্ছেন অভিনেতা। তাই পিছিয়েছে ছবির শুটিং। এর মাঝেই কলকাতায় এল ছবির গোটা টিম। মঙ্গলবার কলকাতায় এসে ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স থেকে শুরু করে ময়দান, সব জায়গাতেই গিয়েছে ছবির টিম। এখানেই শেষ নয়। রাজকুমারদের টিম ঘুরে দেখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টার। এছাড়াও বুধবার তাঁদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে বলে শোনা যাচ্ছে।
কলকাতায় ছবির টিম এলেও ছবির শুটিং এই মুহূর্তে শুরু হচ্ছে না। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। যা খবর, ‘দাদা’র নিজের শহর কলকাতা থেকেই শুটিং শুরু হবে। কথা ছিল, চলতি বছরের জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্য শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়। এর আগে রাজকুমার বলেছিলেন, “দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।”
















Leave a Reply