কাফা নেশনস কাপে শুধু ভারতীয় ফুটবলার নয়, পরীক্ষায় বসেছিলেন কোচ খালিদ জামিলও। শুক্রবার ভারতের কোচ হিসেবে অভিষেকে তাজিকিস্তানের বিরুদ্ধে সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন খালিদ।
এ দিন প্রধানত ৪-৪-১-১ ছকে শুরু করে ভারত। সামনে ছিলেন বিক্রম প্রতাপ সিংহ এবং ইরফান ইয়াদওয়াদ। ৫ মিনিটের মধ্যেই গোল তুলে নেয় ভারত। মহম্মদ উভেসের লম্বা থ্রো শেষ পর্যন্ত আনোয়ার হেড দেন। তাজিকিস্তানের ডিফেন্ডার বল বার করতে গেলেও তা জালে জড়িয়ে যায়। সাত মিনিট পরেই ফের ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসের সুযোগ করে দেন সন্দেশ ঝিঙ্ঘন। এ ক্ষেত্রেও আক্রমণ শুরু হয় আনোয়ারের ক্রস থেকেই। সেই বলে হেড দেন রাহুল। তাঁকে বাধা দেন গোলরক্ষক মুহরিদ্দিন হাসানভ। তিনি বল বার করতে পারেননি। সেই বল সামনে পড়লে তা টোকা দিয়ে জালে জড়ান সন্দেশ।
২৩ মিনিটে তাজিকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন শাহরম সামিয়েভ। এ ক্ষেত্রে দায়ী ভারতের রক্ষণ। শিরিদ্দিন বোবোয়েভের ডিফেন্স চেরা থ্রু এর সময়ে শাহরমের সঙ্গেই ছিলেন সন্দেশ। কিন্তু তাঁকে নিয়েই বল জালে জড়ালেন শাহরম। প্রথামর্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ভারতের ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাঁধু। ৫৪ মিনিটে তিনি একটি সেভ করেন। ৭০ মিনিটে তাজিকিস্তানের সামনে পেনাল্টির সুযোগ এলেও তা অসাধারণ দক্ষতায় বাঁচান গুরপ্রীত।
জয় দিয়ে যাত্রা শুরু খালিদ জামিলের,কাফা নেশনস কাপে দুরন্ত শুরু ভারতের
















Leave a Reply