কেন্দ্রীয় সরকারের নতুন আইনের কারণে সরে যেতে হয়ছে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ‘ড্রিম ১১’-কে। তাই নতুন স্পনসরের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য স্পনসর চাইছেন বোর্ড কর্তারা। ভারতীয় ক্রিকেট দলের নতুন যে স্পনসরের আসবে তার থেকে কমপক্ষে ৪০০ কোটি টাকা পাওয়ার আশা করেছেন বিসিসিআই। একাধিক আগ্রহী সংস্থার সঙ্গে কথা হয়েছে বিসিসিআই কর্তাদের। ১১’-এর সঙ্গে তিন বছরের জন্য। এশিয়া কাপের আগেই চূড়ান্ত হয়ে যেতে পারে ভারতীয় দলের নতুন স্পনসর কারা হতে চলেছে। ভারতীয় দলের সব ঘরোয়া এবং বিদেশের সিরিজ়ের পাশাপাশি বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতাগুলির জন্য স্পনসর চাইছে বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজ়ের প্রতিটি ম্যাচের জন্য সাড়ে ৩ কোটি টাকা এবং বহুদলীয় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচের জন্য দেড় কোটি টাকা চাইছেন কর্তারা।
স্পনসর হারিয়ে নতুন স্পনসরেই লাভ দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ডের!
















Leave a Reply