সুপার কিংসের চেয়ারম্যান হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন বিতর্কিত সভাপতি। গত আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনিরা প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় আবার দলের হাল ধরলেন ৮০ বছরের ক্রিকেট কর্তা।চেন্নাই সুপার কিংসের সঙ্গে আবার সক্রিয় ভাবে যুক্ত হলেন শ্রীনিবাসন। তাঁকে চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনার কথা বুধবার জানিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। আগামী বছরের দল গঠন এবং পরিচালনার ক্ষেত্রে তাঁর পরামর্শ কাজে লাগাতে চান চেন্নাই কর্তারা।শ্রীনিবাসনের দায়িত্বগ্রহণের কথা জানিয়েছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘শ্রীনিবাসনের দায়িত্ব গ্রহণ সিএসকের জন্য আশীর্বাদের মতো। উনি আমাদের সেরা প্রশাসক। তিনি আবার দায়িত্ব নেওয়ায় আমি খুব খুশি। এই বয়সে বেশি ঘোরাঘুরি করা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি আমাদের উপদেষ্টা হিসাবে থাকবেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করব। আমরা দু’জনেই চেন্নাইয়ের বাসিন্দা। তাই প্রতি দিন যোগাযোগ রাখাও কঠিন হবে না।’’এক সময় ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা ছিলেন শ্রীনিবাসন। তিনি সিএসকেরও শীর্ষ কর্তা ছিলেন।
সিএসকের চেয়ারম্যান পদে ফিরলেন সেই বিতর্কিত শ্রীনিবাসন
















Leave a Reply