আফগানিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
গ্রুপের সবচেয়ে দূর্বল দলের বিরুদ্ধে খারাপ ফুটবল ভারতের। তাজিকিস্তান ও ইরানের বিরুদ্ধে যে ফুটবল খালিদ জামিলের ছেলেরা খেলেছিলেন, তার ৫০ শতাংশও এই ম্যাচে দেখা গেল না। শুরু থেকে শেষ পর্যন্ত মনে হল, ড্রয়ের লক্ষ্যেই নেমেছিলেন খালিদ। গোল দেওয়ার থেকে গোল না খাওয়ার দিকে বেশি নজর ছিল তাঁর। সেটাই হল। আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত। এই ড্রয়ের ফলে ভারতের নক আউটে ওঠার আশা বজায় থাকল। গ্রুপের শেষ ম্যাচে ইরান তাজিকিস্তানকে হারালেই ভারত নক আউটে। কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে নির্ণায়ক ম্যাচ খেলবে তারা।
আফগানিস্তানের বিরুদ্ধে পরিকল্পনা বদলেছিলেন খালিদ। আগের দুই ম্যাচে জোনাল মার্কিং করেন তিনি। এই ম্যাচে ম্যান টু ম্যান মার্কিং রেখেছিলেন।গোলরক্ষক ও রক্ষণের হাত ধরে নেশনস কাপে টিকে রয়েছেন খালিদ।
















Leave a Reply