যুদ্ধের আশঙ্কায় দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বললো ফ্রান্স
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ যেইদিকে এগিয়ে চলেছে, তাতে অদূর ভবিষ্যতে বড়ো যুদ্ধের আশঙ্কা করছে ফ্রান্স। এমনকী ২০২৬ সালে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করছে ফ্রান্স। আর সেই আশঙ্কা থেকেই ফরাসি প্রশাসন সেদেশের হাসপাতালগুলিকে ‘বড়সড় ঘটনা’র জন্য প্রস্তুত থাকতে বলেছে। ফরাসি সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, গত ১৮ জুলাই এই মর্মে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ফ্রান্সের প্রশাসন তাদের দেশের হাসপাতালগুলিকে ২০২৬ সালের মার্চের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, দেশের মাটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এমন পরিস্থিতিতে আহতদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে। এমনকী ফ্রান্স সরকারও পরিস্থিতি পর্যালোচনা করে মনে করছে যে তাদের দেশ বড় আকারের সংঘাতের কেন্দ্রবিন্দু হতে পারে। তাই যুদ্ধের সময় ফরাসি এবং বিদেশি আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা জরুরি।
















Leave a Reply