Advertisement

অটোচালকদের বেআইনিভাবে কেস দেওয়ার অভিযোগ

গড়িয়া থেকে গোলপার্ক অটো চলাচল বন্ধ এমনকি পাটুলী তেও বন্ধ রাখা হয়েছে ।

অটো চালকদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে বেআইনি ভাবে কেস দেওয়া হচ্ছে তাদের।কিন্তু অটো যেমন চলার তেমনি চলছে বলে জানিয়েছে বেশ কিছু অটোচালকেরা ।

কি বলছেন অটো চালকেরা?তাদের অভিযোগ যে পুলিশ কেনো তাদের কেনো এভাবে বেআইনি কেস দিচ্ছে , কেনো তাদের ট্র্যাগেল করা হচ্ছে না , একটা অটো চালক সারাদিনে কত টাকা ইনকাম করে, বললেন এক অটোচালক তারা বলে রাস্তায় ব্যাটারি রিকশা যখন চলছে তখন তাদের কাছ থেকে মাসিক নিচ্ছে পুলিশ,তখন তাদের কে কেনো কিছু বলা হচ্ছে না।

আর আমরা এত টাকা খরচা করে পার্মিট রিনিউ করছি, পাঁচশো টাকা স্পট ফাইন আবার ক্যামেরা কেস দিচ্ছে , সাইটিং কেস দিচ্ছে এগুলো কেনো বন্ধ করা হচ্ছে না ।এই অভিযোগ নিয়ে রাস্তায় পথ অবরোধ করতে নামলো অটো চালকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *