Advertisement

এশিয়া কাপের আগে একই মাঠে অনুশীলন, পহেলগাঁও কাণ্ডের আঁচ পড়ল ভারত-পাক ক্রিকেটে সাক্ষাতে?

পহেলগাঁও জঙ্গিহামলার পর ক্রিকেট মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যা নিয়ে উষ্মা রয়েছে ক্রিকেটভক্তদের মধ্যে। এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। তার আগে দুবাইয়ে অনুশীলনে মুখোমুখি দুই দল। পহেলগাঁও কাণ্ডের আঁচ পড়ল সূর্যকুমার যাদব ও শাহিন শাহ আফ্রিদিদের সাক্ষাতে?
দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়েছেন গিল-বুমরাহরা। তার মধ্যে ৬ সেপ্টেম্বর একই জায়গায়, একই সময়ে অনুশীলন করে ভারত-পাকিস্তান। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, প্রায় তিনঘণ্টা প্র্যাকটিস করে টিম ইন্ডিয়া। জানা যাচ্ছে, মিডল অর্ডার ব্যাটাররা এক ঘণ্টা নেটে সময় দেন। তারপর অলরাউন্ডাররা অনুশীলন করে।
অন্যদিকে পাকিস্তান ওই একই জায়গায় ঢোকে সাতটার সময়। তারা অবশ্য এখন এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে না। সংযুক্ত আরব আমিরশাহি ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের আগে অনুশীলন করে তারা। তবে জানা যাচ্ছে, দুই দলই নিজেদের মতো করে প্র্যাকটিস করে। প্লেয়াররা নিজেদের মতো ব্যস্ত ছিল। ভারত-পাকিস্তান, কোনও দলের প্লেয়াররা একে-অপরের সঙ্গে কথা বলেননি।
৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। আর ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মোকাবিলা। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে অনেকেই এই ম্যাচ নিয়ে অসন্তুষ্ট। যেখানে পাকিস্তানকে পুরোপুরি ‘বয়কটে’র কথা হচ্ছে, সেখানে ক্রিকেট মাঠে কেন ‘বয়কট’ নয়? তবে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দেবে, বিসিসিআই তা মেনে চলবে। বহুদেশীয় প্রতিযোগিতা বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। সেটা যদি এমন দেশ হয়, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে খেলতেও অসুবিধা নেই। ফলে ভারতকে সেখানে সব ম্যাচ খেলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *