Advertisement

অবশেষে সাফল্যে ফিরল ভারতীয় ফুটবল

ম্যাচের প্রথমার্ধে দুটো দলের কাছেই গোল করার সুযোগ এসেছিল। কিন্তু, একটাও তারা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ১০ মিনিট অতিক্রান্ত হতে না হতেই লিড নিল ওমান। ভারতীয় রক্ষণ প্রাচীরে অনেকক্ষণ ধরেই চাপ তৈরি হচ্ছিল। অবশেষে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। বাঁ-দিকে থেকে একটা ক্রস ভেতরের দিকে আসে। ভারতীয় গোলপোস্টের একেবারে সামনেই দাঁড়িয়ে ছিলেন ইয়াহমাদি। প্রথম সুযোগেই তিনি পায়ের আলতো টোকায় বলটাকে ভারতের জালে ঢুকিয়ে দেন। গুরপ্রীতের অবশ্য সেভাবে কিছু করার ছিল না।

সমতা ফেরাল ভারত
এরপর সময় যত এগোতে থাকে, ওমান ততই এই ম্য়াচের গতি কমাতে শুরু করে। অন্যদিকে, ভারতীয় ফুটবলাররাও খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিলেন না। ম্য়াচের প্রথমার্ধে ওমান ডিফেন্সে যেটুকু চাপ লক্ষ্য করা যাচ্ছিল, দ্বিতীয়ার্ধে সেটাও যেন পিসি সরকারের ম্য়াজিকের মতো ভ্যানিশ হয়ে গেল। তবে ৮০ মিনিটে আচমকাই এই ম্য়াচের রং বদলে যায়। ভারতীয় ফুটবল দলের হয়ে সমতা ফেরালেন উদান্ত সিং। একটা লম্বা থ্রো-ইন থেকে টিম ইন্ডিয়া এই সুযোগটা তৈরি করেছিল। উদান্ত কার্যত ডাইভ দিয়ে বলে মাথাটা ঠেকান। আর সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়া এই ম্য়াচে যেন কিছুটা হলেও অক্সিজেন ফিরে পেল।

একনজরে ভারত বনাম ওমান পেনাল্টি শ্যুট আউট —
ভারত ১ – ০ ওমান: গোল করলেন ছাংতে।
ভারত ১ – ০ ওমান: গোল মিস করলেন আল সাদি। বজায় রইল ভারতের লিড।
ভারত ২ – ০ ওমান: গোল করলেন রাহুল ভেকে।
ভারত ২ – ০ ওমান: আল খাবির শট গোলপোস্টের অনেকটা উপর দিয়ে বেরিয়ে গেল।
ভারত ২ – ০ ওমান: গোল করতে পারলেন না আনোয়ার আলি।
ভারত ২ – ১ ওমান: আল রুশাইদির গোল ওমানের আশা বাঁচিয়ে রাখল।
ভারত ৩ – ১ ওমান: ভারতকে ফের লিড দিলেন জিতিন এমএস। ওমানের গোলরক্ষক একেবারে উল্টোদিকে লাফ দিয়েছিলেন।
ভারত ৩ – ২ ওমান: আল ঘাসানির গোল আবারও ওমানের আশা বাঁচিয়ে রাখল।
ভারত ৩ – ২ ওমান: ভারতের জয় নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করলেন উদান্ত সিং। তাঁর শট সেভ করলেন ওমানের গোলরক্ষক।
ভারত ৩ – ২ ওমান: অবশেষে আল ইয়াহমাদির শট সেভ করলেন গুরপ্রীত এবং ভারতের জয় নিশ্চিত করলেন।

মর্যাদা রাখলেন খালিদ
অবশেষে ওমানের বিরুদ্ধে ভারত ৩-২ গোলে জয়লাভ করল। সেইসঙ্গে এই টুর্নামেন্টে তৃতীয় স্থানও তারা নিশ্চিত করেছে। উল্লেখ্য, এই টুর্নামেন্টের হাত ধরেই ভারতীয় ফুটবলে খালিদ জামিল যুগের সূচনা হয়েছিল। মানোলো মার্কোয়েজ জমানায় ভারতীয় ফুটবল এমনিতেই যথেষ্ট অন্ধকারে ডুবে গিয়েছিল। আশা করা হয়েছিল যে ভারতীয় কোচের হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দিলে হয়ত পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হবে। তাজাখস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচটা জিততে না জিততেই গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছিল। সেই প্রশংসার কিছুটা হলেও দাম রাখলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *