অফবিট মৃতদেহ জেগে উঠলো – তারপর? মিরাকেল আজও ঘটে। আর তাই আবার প্রমাণ হলো মধ্যপ্রদেশে। মৃত’ মানুষ উঠে দাঁড়াল, এমনকি কথাও বলল।
হ্যাঁ, একদম ঠিক পড়ছেন। মধ্যপ্রদেশের সাগর জেলায় এমন এক ঘটনা ঘটে গেল, যা টানটান থ্রিলারের চিত্রনাট্যকেও হার মানাবে।
সোমবার দুপুরের দিকে পুলিশ খবর পায়, খুরাই গ্রামীণ থানা এলাকায় ধানোরা ও ব্যাংখিরিয়া গ্রামের মাঝামাঝি এক ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে। রাস্তার ধারে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একটি মোটর সাইকেলও দেখেন তাঁরা।
ঘন্টাছয়েক পরেও একইরকম অবস্থায় দেখে গ্রামবাসীরা ধরেই নেন দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরই পুলিশে খবর দেন তাঁরা। স্থানীয় থানার পুলিশকর্তা হুকুম সিং সদলবলে ঘটনাস্থহলে পৌঁছান।
এমনকী শববাহী গাড়িও ডাকা হয়। ওই ‘মৃতদেহ’ ঘিরে ততক্ষণে ভিড় জমিয়েছেন আশেপাশের গ্রামের মানুষ। পুলিশের তদন্তে কী হয়, তা জানার অপেক্ষাতেই ছিলেন তাঁরা।
কিন্তু কেউ কি আর জানতেন, এরপরের ঘটনা কী হতে চলেছে! পুলিশ ও গ্রামবাসীরা যখন দেহ তুলতে যান তখন হঠাৎই কেঁপে ওঠেন ‘মৃত’। নড়ে চড়ে বসে, শেষ পর্যন্ত উঠে দাঁড়ান। এবং সকলের উদ্দেশ্যে ফিল্মি স্টাইলে বলেন, ‘আমি বেঁচে আছি সাহেব ‘।
















Leave a Reply