Advertisement

তবে কি এবার গায়ক হতে চলেছে দেশের অধিনায়ক?

তবে কি এবার গায়ক হতে চলেছে দেশের নায়ক?

হিপ হপ খ্যাত বলেন্দ্র শাহকে নেপালে এক ডাকে সকলে চেনেন বলেন শা নামে।

তিন বছর হলো ক্ষমতার অলিন্দে ঢুকে পড়েছেন বলেন্দ্র। ২০২২ সালে কাঠমাণ্ডুর মেয়র নির্বাচনে নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ নেপাল( ইউএমএল) প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেছিলেন নির্দল হিসাবে। প্রতিদ্বন্দ্বীদের হেলায় হারিয়ে ৬১৭৬৭ ভোটে জয়ী হন

গত কয়েক বছর ধরে দেশে প্রতিষ্ঠান বিরোধিতার আবহে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে বাজি জিতে নেন বলেন। ক্ষমতায় বসার পর থেকে উত্তরোত্তর বেড়েছে তাঁর জনপ্রিয়তা। কারণ তাঁর বলিষ্ঠ ভূমিকা এবং কঠোর হাতে প্রশাসন পরিচালনা অকুণ্ঠ প্রসংশা কুড়িয়েছে নগরবাসীর।

নেপালের অভ্যন্তরে চিনের নাক গলানোর বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। তাঁর কথায়,” নেপাল একটা সার্বভৌম রাষ্ট। নেপালে কোনও বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, সেটা চিন হোক কিংবা ভারত। নেপালের ভাগ্য নিয়ন্ত্রণ করবে নেপালবাসী।” যদিও কে প্রধানমন্ত্রী হবেন সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর পেতে হয়ত আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *