পুরুলিয়ার মানবাজার রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা বুধবার গভীর রাতে নির্মম দুর্ঘটনা ঘটে গেলো মানবাজারে। এমন ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছে সকলে।
সূত্র মারফত জানা গিয়েছে, এক বাইক আরোহী মোটরবাই চালিয়ে লালপুরের দিক থেকে আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হন আরোহী। দুর্ঘটনার জেরে দেহ থেকে আলাদা হয়ে যায় ওই বাইক আরোহীর একটি হাত।
মাথায় আঘাত লাগে গভীরভাবে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ লালপুর-মানবাজার রাজ্য সড়কের উপর রাহেড়ডি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বাইক আরোহীর নাম তপন মাহাতো।
বয়স ২২ বছর। তার বাড়ি কাশীপুর থানার অন্তর্গত দলদলী গ্রামে। তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেন হুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুড়া থানার পুলিশ। স্থানীয় মানুষজন ও হুড়া থানার পুলিশের সহায়তায় হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই বাইক আরোহীকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রক্তাক্ত যুবককে মৃত বলে ঘোষণা করেন।
















Leave a Reply