বারুইপুরে প্রতি বছর পুজোর বাজেট বাড়ছে, অভিনবত্ব বাড়ছে, সঙ্গে প্রবল ভিড় বাড়ছে। তাই এবার অনেক আগের থেকেই প্রশাসন রেডি হয়ে গেছে।
এবার পুজোয় রাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করেছে বারুইপুর থানা। আইসি সৌম্যজিৎ রায় বলেন, ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। রাতে মণ্ডপের কাছে ট্রাফিক পুলিশ, থানার পুলিশের মোবাইল ভ্যান সহ পুলিশের বিশেষ টিম ও পর্যাপ্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে।
এছাড়াও ওই দিনগুলিতে মণ্ডপ সংলগ্ন এলাকায় নজরদারি চালাবে পুলিশের বাইক টিম। গত বুধবার বারুইপুর থানায় পুজো নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, থানার আইসি সৌম্যজিৎ রায় ছিলেন।
ডাকা হয়েছিল বারুইপুর বিদ্যুৎ ও দমকল বিভাগকেও। এছাড়া বারুইপুরের প্রায় ২৭০টির বেশি পুজো কমিটির লোকজন ছিলেন। বৈঠকে বলা হয়, প্রতি মণ্ডপে পুজো কমিটি নিযুক্ত ভলান্টিয়ার বেশি করে মোতায়েন করতে হবে।
তাঁদের গলায় আই কার্ড ঝুলিয়ে রাখতে হবে। মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। এছাড়াও মণ্ডপে প্রতিমার জায়গায় তিন-চারটি ক্যামেরা বসাতেই হবে।
অগ্নিনির্বাপক মেশিন মণ্ডপে রাখতে হবেই। মজুত রাখতে হবে পর্যাপ্ত বালি ও জল। পাশাপাশি, মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বাইরে বেরনোর পথ বড় করতে বলা হয়েছে। বয়স্ক মানুষদের জন্য আলাদা করে মণ্ডপে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
















Leave a Reply