Advertisement

মহিলাদের এক দিনের বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগেই ইতিহাস

মহিলাদের এক দিনের বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগেই ইতিহাস

আসন্ন মহিলাদের বিশ্বকাপের জন্য ১৪ জন আম্পায়ার এবং চার জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁরা প্রত্যেকেই মহিলা। এক দিনের বিশ্বকাপে এ বারই প্রথম ম্যাচ অফিসিয়ালের দয়িত্ব দেওয়া হয়েছে শুধু মহিলাদের।
২০২২ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের সব ম্যাচ এবং মহিলাদের গত দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়াল ছিলেন মহিলা। তবে এক দিনের ক্রিকেটে এ বারই প্রথম শুধু মহিলারাই দায়িত্ব সামলাবেন। আসন্ন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া ১৪জন আম্পায়ার হলেন লরেন এজেনব্যাগ, ক্যান্ডিস লা বোর্দে, কিম কটন, সারা ডাম্বানেভানা, শাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্তে, এন জননী, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান, গায়ত্রী বেণুগোপালন এবং জ্যাকলিন উইলিয়ামস। ম্যাচ রেফারি হিসাবে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যান্ড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *