“অপারেশন পাকিস্তান” হেলায় সেরে ফেলল মেন ইন ব্লু,এশিয়া কাপের শেষ চারে কার্যত ভারত“অপারেশন সিঁদুর” ছাপিয়ে বাইশ গজে “অপারেশন পাকিস্তান” ভারতের। গোলাগুলির যুদ্ধ নয় বাইশ গজে ব্যাট বলের দ্বৈরথে হেলায় জয় পেল সূর্যকুমারের টিম ইণ্ডিয়া। মাঠে নামতেই তা স্ফুলিঙ্গের আকার নিল । যে তেজে সাত উইকেটে পরাজিত পাকিস্তান । ওয়াঘার ওপারের দেশকে বাইশ গজেও মোক্ষম জবাব দিল ভারত । পাকিস্তানের দেওয়া 128 রানের লক্ষ্যমাত্রা ভারত 25 বল বাকি থাকতে তুলল তিন উইকেটে।খেলতে নামলেও পাকিস্তানের সঙ্গে যে কোনওভাবেই সৌহার্দ্যপূর্ণ আচরণ নয়, এদিন শুরুতেই তা বুঝিয়ে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব । টসের পর করমর্দন এড়িয়ে যান পাক কাউন্টার-পার্ট সলমন আঘার সঙ্গে । টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান । কিন্তু প্রথম বলেই ওপেনার সঈম আয়ুবকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া । সকালটা দেখলে দিনের বাকি সময়টা সম্পর্কে যেমন একটা আঁচ পাওয়া যায়, হার্দিকের প্রথম বলে উইকেটটা ছিল তেমনই কিছু । দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরার শিকার হন মহম্মদ হ্যারিস (3) । এরপর তৃতীয় উইকেটে আরেক ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন ফকহর জামান । কিন্তু অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটারকে 17 রানে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল । তিন রানে পাক অধিনায়ককেও ফেরান গুজরাত স্পিনারই ।দুবাইয়ের পিচে কুলদীপ যাদবের ঘূর্ণি । ধারাবাহিকতার নিদর্শন রেখে টানা তিন উইকেট তুলে নেন ‘চায়নাম্যান’ । 17.4 ওভারে 98 রানে সাত উইকেট হারানো পাকিস্তানের বড় রান তোলার পথ বন্ধ হয়ে গিয়েছিল আগেই । তবে শেষদিকে শাহিন আফ্রিদির 16 বলে অপরাজিত 33 রানে কিছুটা মান বাঁচায় ‘মেন ইন গ্রিন’ । 20 ওভারে 9 উইকেটে 127 রান তোলে পাকিস্তান । চার ওভারে 18 রানে তিন উইকেট নিয়ে বল হাতে সবচেয়ে সফল কুলদীপ । 18 রান দিয়ে জোড়া উইকেট অক্ষরের । পাশাপাশি 28 রানে জোড়া উইকেট নেন বুমরাও ।ভারতের তারকাখচিত ব্যাটি লাইন-আপ এই লক্ষ্যমাত্রার সামনে বিপাকে পড়তে বলে কোনওভাবেই মনে হয়নি । এমনকী 10 রানে সহঅধিনায়ক গিল ফিরে যাওয়ার পরেও না । শাহিনদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং সবে শুরু করেছিলেন আরেক ওপেনার অভিষেক শর্মা । কিন্তু গিলের পর বাঁ-হাতি ওপেনারও আয়ুবের বলে উইকেট ছুড়ে দিয়ে আসেন । চারটি চার ও দু’টি ছক্কায় 13 বলে 31 রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন অভিষেক । 41 রানে দুই উইকেট হারানো ভারত জয়ের রাস্তা তৈরি করে ফেলে তৃতীয় উইকেটে । অধিনায়ক সূর্যকুমার ও তিলক বর্মার 56 রানের জুটি জয়ের কাছাকাছি পৌঁছে দেয় বিশ্বচ্যাম্পিয়নদের ।তিলক 31 রানে সঈমের তৃতীয় শিকার হলেও ভারতের জয় কোনওভাবে আটকায়নি । শিবম দুবেকে সঙ্গে নিয়ে দলকে সহজ জয় এনে দেন ‘স্কাই’ । 37 বলে 47 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি । দুবে অপরাজিত থাকেন 10 রানে । 15.5 ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য 131 রান তুলে নেয় ভারত । 4.1 ওভার বাকি থাকতে জয়ে সুপার-ফোর কার্যত পাকা হয়ে গেল সূর্যকুমারদের । আগামী 19 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি ‘মেন ইন ব্লু’ ।
অপারেশন পাকিস্তান” হেলায় সেরে ফেলল মেন ইন ব্লু,এশিয়া কাপের শেষ চারে কার্যত ভারত“অপারেশন সিঁদুর” ছাপিয়ে বাইশ গজে
















Leave a Reply