Advertisement

পেহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের পরিবারের পাশে আছি বললেন সূর্য কুমার যাদব

“পাহালগাম সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা আছি। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। এই জয়টি আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি। তারা যেন আমাদের সবসময় অনুপ্রাণিত করে।” বললেন সূর্যকুমার যাদব,অধিনায়ক ভারতএকেবারে মোক্ষম জবাব। যারা ম্যাচ বয়কটের দাবিতে সরব হয়েছিল, তারা হয়তো জানেনা খেলার মাঠই বিপ্লবের পথ হয়ে দাঁড়ায়। ফুটবল হোক কিংবা ক্রিকেট; বিশ্বে অনেক দেশই রাজনৈতিক শত্রুতার বদলা নিয়েছে খেলার মাঠে। ক্রীড়াক্ষেত্র সবসময় উপভোগের জায়গা নয়। যারা জানেনা বা বোঝেনা, তাদের বোঝাতে চাই না। কিন্তু ক্রীড়াপ্রেমী, ক্রীড়াজগতের মানুষরা জানে বদলা কোথায় কিভাবে নিতে হয়। দুবাইয়ের বাইশ গজে জঙ্গিদেশের উপর রোলার চালাল ভারত। একপেশে ম্যাচ। টসের পর দস্যুদেশের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও জঙ্গিস্তানের ক্রিকেটারদের দিকে ফিরে তাকায়নি টিম ইন্ডিয়া। হাত না মিলিয়ে ড্রেসিংরুমে ফিরে আসেন সূর্যকুমার যাদব, শিবম দুবে। শত্রু শিবিরের মুখের সামনে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয় টিম ইন্ডিয়া। এটাই হওয়া উচিত। ওই দেশের প্রত্যেকের উপর সমান ঘৃণা। খেলার মাঠে যতবার দেখা হবে, ততবারই ওদের উলঙ্গ করতে হবে। তেরঙ্গা উড়িয়ে বুক চিতিয়ে মাঠ ছাড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *