বাংলার ক্রিকেটের ফের রাজত্ব মহারাজের নেই কোনো বিরোধী মন্তব্য সৌরভে
রবিবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গ ক্রিকেটের সিংহাসনে দ্বিতীয়বার জন্য বসলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সবথেকে বড় কথা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সৌরভকে আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। সৌরভের এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটমহল। তবে সামনে যে অনেক কাজ বাকি রয়েছে, তা নিজেও স্বীকার করলেন মহারাজ।
রবিবার বিকেলবেলা সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে তিনি বললেন, ‘যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে কোনও বিরোধী নেই। সকলে এই অ্যাসোসিয়েশনেরই অংশ। ১৪৬ জনই আমার কাছের লোক। সবাই মিলে এবার সিএবি চালাবে।’ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রশাসনকে একেবারে হাতের তালুর মতো চেনেন সৌরভ। ইতিপূর্বে, পাঁচ বছর তিনি যথেষ্ট সাফল্যের সঙ্গেই এই দায়িত্ব পালন করেছিলেন। এরপর তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতির আসনে বসানো হয়। তবে আবারও মহারাজ তাঁর পুরনো সাম্রাজ্যে ফিরে এলেন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হওয়ার পর আশু লক্ষ্য কী? জবাবে সৌরভ বললেন, ‘আগে এঁদের টার্ম শেষ হোক। এখনও মেয়াদ শেষ হয়নি। আগামী ২২ তারিখ পর্যন্ত এঁরাই ক্ষমতায় রয়েছেন। তারপর দেখা যাবে। প্রশাসনের দায়িত্ব তো আমি আগেও সামলেছি। ফলে, আশা করছি যে কোনও সমস্যা হবে না।’
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী বছর যেহেতু টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে, তাতে বেশ কয়েকটা ম্য়াচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হতে পারে। এই ব্য়াপারটাকে সৌরভ কীভাবে দেখছেন? জবাবে কার্যত ‘হ্যাঁ, অনেকগুলো খেলাই রয়েছে। টেস্ট ম্য়াচ রয়েছে, বিশ্বকাপ আছে, আইপিএল আছে।
















Leave a Reply