গতকাল মিজোরাম থেকে অসম হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে পৌঁছেছেন। রাতে রাজভবনে অবস্থান করেছেন। আজকে তাঁর প্রধান কর্মসূচি হলো সেনাবাহিনীর ফোর্ট উইলিয়াম শিবিরে যোগ দেওয়া। আজ কলকাতায় ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রতি দু’বছরে একবার ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধানরা এবং অন্য উচ্চপদস্থ কর্তারা এই সম্মেলনে বাহিনীর লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ স্তরের মত বিনিময় করেন। সেনার পূর্ব কম্যান্ডের সদর দফতর বিজয় দুর্গে (ফোর্ট উইলিয়াম) আজ থেকে তিনদিন চলবে এই অনুষ্ঠান।
প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সাজো সাজো রব ফোর্ট উইলিয়ামে। একদিকে তাঁর নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয় নি, অন্যদিকে তাঁকে আপ্যায়ন জানানোর যথাযোগ্য ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় কলকাতায় এসেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি সম্মেলনে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, সেনা সর্বাধিনায়ক (সিডিএস), প্রতিরক্ষা সচিব এবং অন্য কয়েকটি মন্ত্রকের সচিবরাও। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের।
















Leave a Reply