Advertisement

গ্রুপ স্টেজের এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারে নিশ্চিত ভারত।আজ অনুশীলন করলনা ভারতীয় দল

অনুলীলন করলেন না ভারতীয় ক্রিকেটাররা

সুপার ফোর ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে সামনে ওমান। তার আগে বুধবার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
বোর্ডের তরফে সাংবাদিকদের বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার অনুশীলন হবে না। কেউ কথাও বলবেন না। ওই দিন ক্রিকেটারদের পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুশীলন করবে ভারত। ওই দিন প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকও রয়েছে।
সুপার ফোরের আগে ভারতীয় ক্রিকেটারেরা যাতে তরতাজা থাকেন তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছে ভারত। ব্যাটার থেকে বোলার, প্রত্যেকেই দুবাইয়ের গরমে নিজেদের নিংড়ে দিয়েছেন। তাঁদের উপর আর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে না।

অনুশীলনে অভিষেক শর্মা, শুভমন গিলদের দেখা গিয়েছে বড় শট খেলতে। তেমনই জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যেরা শান দিয়েছেন বোলিংয়ে। একটি নির্দিষ্ট লেংথে বল করার চেষ্টা করেছেন তাঁরা। ব্যাট করতে দেখা গিয়েছে অর্শদীপ সিংহ, কুলদীপ যাদবকে।

বুধবার ভারত এবং পাকিস্তান পাশাপাশি দু’টি মাঠে প্রায় এক ঘণ্টা অনুশীলন করেছে। ভারতের অনুশীলন শেষ হওয়ার আগেই দু’দলের সাজঘর এবং অনুশীলনের মাঝের অংশে একটি সাদা কাপড় টাঙিয়ে দেওয়া হয়। ফলে দু’দেশের ক্রিকেটারেরা একে অপরকে দেখতে পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *