Advertisement

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুরাগ ঠাকুরের বৃহস্পতিবার

বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছেন। তিনি তথ্য দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করেন। যদিও তার পরেই নির্বাচন কমিশন প্রেসমিট করে তা অস্বীকার করেন।

‘বাংলাদেশ এবং নেপালের মতো পরিস্থিতি ভারতে তৈরি করতে চাইছেন রাহুল গান্ধী।’ বৃহস্পতিবার লোকসভার বিরোধী নেতার সাংবাদিক সম্মেলনের পর এভাবেই তোপ দাগলেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর। কর্নাটকের বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট ডিলিট করে দেওয়া হয়েছে, তার তথ্যপ্রমাণ দেখিয়ে এদিন বিস্ফোরক দাবি করেছেন রাহুল।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। তবে তাঁর হাউইড্রোজেন বোমা বিস্ফোরণের দাবি নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘হাইড্রোজেন বোমা ফাটাতে এসেছিলেন, ফুলঝুরি জ্বালিয়ে চলে গেলেন। তাও সেটা ফুস হয়ে গেল।’ অনুরাগ ঠাকুর এদিন কটাক্ষ করে আরও বলেন, ‘আসলে রাহুল গান্ধী বিরক্ত। কারণ তাঁর নেতৃত্বে কংগ্রেস ৯০টি নির্বাচন হেরেছে।

এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেন, ‘গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমার নয়। আমি তো বিরোধী দলনেতা, সরকারের উপর চাপ দেওয়া আমার কাজ। কিন্তু আমাকে এখন গণতন্ত্র রক্ষার কাজ করতে হচ্ছে। কারণ এ দেশে গণতন্ত্র হাইজ্যাক করা হয়েছে।’ তাঁর সংযোজন, ‘ভোট চুরি নিয়ে আমরা তথ্যপ্রমাণ সহ সমস্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি।

এবার বিচার আপনাদের। এই মর্মে খোদ নির্বাচন কমিশনের অন্দর থেকে আমরা সাহায্য পাচ্ছি। ভিতরের কর্মীরাই আমাদের ভোট চুরি ধরতে মদত দিচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *