Advertisement

অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে ফের ভারতের বিরুদ্ধে লজ্জার হার পাকিস্তানের

একশো একাত্তরের জবাবে ১৭৪।সাত বল বাঈি থাকতে ছয় উইকেটে পাকিস্তানকে ধরাশায়ী করে হেলায় জয়ী ভারত। এবং ফের করমর্দন সৌজন্যকে বাপি বাড়ি যা করে হার্দিক পাণ্ডিয়া,তিলক বর্মা মাঠ ছাড়লেন। ম্যাচের নায়ক অভিষেক শর্মা। পাকিস্তানের ১৭১ রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রান করলেন। তাঁর এই ঝোড়ো ইনিংসে পাকিস্তানের জয়ের আশা কার্যত ব্যাকফুটে চলে যায়। তাঁর ছয়টি চার এবং পাঁচটি ছয়ে সাজানো ইনিংসের পাশে যোগ্য সঙ্গত শুভমান গিলের। ২৮ বলে আটটি চার দিয়ে সাজানো সহ অধিনায়কের ইনিংস। ওপেনিং জুটি নয় দশমিক পাঁচ ওভারে ১০৫ রান তোলার পরে বাকিটা ছিল পাকিস্তান বধের উপচারিতা। অধিনায়ক সূর্যকুমার যাদব অনাবশ্যক ঝুকি নিয়ে শট নিতে গিয়ে কোন রান না করে ফিরে যান। এরপর তিলক বর্মা নামলেন। ১৯ বলে তিরিশ রান করলেন দুটো চার এবং দুটো ছক্কায় ম্যাচ পকেটে পুরতে দলকে সাহায্য করলেন। সঞ্জু স্যামসন ১৭ বলে ১৩ রান করে ফেরার পরে হার্দিক পাণ্ডিয়া(০৭) অপরাজিত থেকে দলের জয়ে প্রয়োজনীয় ভূমিকা পালন করলেন।
টস হেরে পাকিস্তান ব্যাট করতে যায়। শুরুটা দাপুটে মনোভাবে করলেও তা প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ। সবচেয়ে সফল সাহিবজানা ফারহান সবচেয়ে সফল ব্যাটার। পাঁচ বাউন্ডারি এবং তিন ছক্কায় পঁয়তাল্লিশ বলে ৫৮ রান করেন। বাকিদের উল্লেখযোগ্য রান নেই। ফকর জমান(১৫),শাহিম আইয়ুব(২১),হুসেইন তালাত(১০),মহম্মদ নওয়াজ(২১),সলমন আলি আঘা( ১৭),ফাইম আশরাফ(২০) দলের রান লড়াকু জায়গায় পৌঁছে দিলেও ভারতীয় ব্যাটারদের দাপটের সামনে ফিকে। এশিয়া কাপে দুই সাক্ষাতে পরাজিত পাকিস্তান। বাড়তি হিসেবে “করমর্দন খোঁচা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *