খুব ঘটা করে শ্বেতার ৩৩ তম জন্মদিন পালন করলেন রুবেল স্ত্রীর ৩৩ তম জন্মদিনে এলাহী আয়োজন করলেন রুবেল।
কেক কেটে চললো জমিয়ে খাওয়া দাওয়া। স্ত্রীকে পাশে নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করে রুবেল সমাজ মাধ্যমে লেখেন, ‘জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবেসে থাকতে চাই।
তোমার হাসি, আনন্দ, মজা, রাগ, অভিমান সব অভিব্যক্তিকে ঘিরে বাঁচতে চাই, তোমার সাহস আর মানবিক জোর থেকে শিখতে চাই, তোমার প্রতিভা দেখে মুগ্ধ হতে চাই।’ রুবেল আরও লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সুন্দরী বউ। অনেক ভালোবাসি তোমায়।
তুমি যেমন তেমনি থেকো, আর খুব খুব ভালো থেকো আমাদের সবাইকে নিয়ে।’ রুবেলের শুভেচ্ছা বার্তায় আপ্লুত শ্বেতাও জবাবে লেখেন, ‘খুব ভালোবাসি তোমায় বর।’ শ্বেতা লেখেন, ‘আমি তো তোমাকে এবং তোমাদের ঘিরেই বাঁচতে চাই, তোমার খুশিতেই খুশি হতে চাই। তোমার প্রতিভায় গর্বিত হতে চাই। তোমার হয়েই বাঁচতে চাই।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।’ রুবেল যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি মেরুন রঙের ড্রেস পরে রয়েছেন অভিনেত্রী।
রুবেল পরে রয়েছেন একটি সবুজ রঙের শার্ট। পরিবারের বাকি সদস্যের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে পোস্টের মধ্যে। কেক কেটে একেবারে জমিয়ে আয়োজন হয়েছিল মধ্যাহ্ন ভোজনের।
















Leave a Reply