Advertisement

দাদাসাহেব ফেলকে পেয়ে প্রধানমন্ত্রীর কাছে ছুটে গেলেন মেগাস্টার মোহনলাল

সিনেমার সবচেয়ে মূল্যবান পুরস্কার দাদাসাহেব ফেলকে। মিঠুন চক্রবর্তীর পরে এবার সেই স্বীকৃতি পেলেন মালয়লম মেগাস্টার মোহনলাল।

শনিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে তা ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। এক্স হ্যান্ডেলের পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অভিনেতার এই সম্মান প্রাপ্তির কথা।

অভিনেতাকে এদিন শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মোহনলালের সঙ্গে অতীত ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, “মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী।” উল্লেখ্য, এর আগে সেরা অভিনেতা হিসেবে দু’বার জাতীয় পুরষ্কার পেয়েছেন মোহনলাল।

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে দর্শককে নিজের অভিনয়গুণে মুগ্ধ করে এসেছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। কেরল থেকে তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সিনেমার পর্দায় সাড়ে তিনশোর বেশি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন মোহনলাল।

তাঁর অভিনয়, সিনেমা বর্তমান প্রজন্মের কাছে ব্যাকরণসম। মালয়ালম সিনেইন্ডাস্ট্রির সেই মেগাস্টারকেই এবার ভারতীয় সিনেদুনিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হচ্ছে। সহকর্মী থেকে অনুরাগীদের কাছে তিনি প্রিয় ‘লালেত্তান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *