Advertisement

একচল্লিশবার কলকাতা লিগের রঙ লাল হলুদ

গত মরসুমের ট্রফি হাতে নিয়ে আনন্দ করার ঘণ্টা দেড়েকের মধ্যে চলতি মরসুমের লিগ ট্রফি তোলার কৃতিত্ব দেখালো ইস্টবেঙ্গল। সোমবার ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচটি ছিল কলকাতা লিগের ফাইনাল।চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের দরকার ছিল ড্র। ইউনাইটেড স্পোর্টসের দরকার ছিল জয়। দিনের শেষে ড্র নয় জয় দিয়েই একচল্লিশ তম কলকাতা লিগ ঘরে তুলল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ২-১। ৩৫ মিনিটে প্রথম গোল ডেভিডের। দ্বিতীয় গোল গুইতের। ইউনাইটেডের গোল অমিত বসাকের। সুপার সিক্সে টানা তিন ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন বিনো জর্জের ছেলেরা। পরপর দুবার লিগ জয়, ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্স গ্রাফে লাল হলুদের বি দল যথষ্ট উজ্বল। ম্যাচের শুরুতে গতবারের চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিগের ট্রফি কলকাতার মহানাগরিক ফিরহাদ ববি হাকিম লাল হলুদ ফুটবলারদের হাতে তুলে দেন।
ম্যাচের প্রথম মিনিট থেকে লাল হলুদ আক্রমনে ইউনাইটেড স্পোর্টস ব্যাকফুটে। তিন মিনিটে পিভি বিষ্ণুর শট সাইড নেটে লাগে। পাঁচ মিনিটে আমন সিকের নিশ্চিত গোল বাঁচান সুখচাঁদ কিস্কু। পরের মিনিটে নসিবের হেড থেকে বল পেয়ে পিভি বিষ্ণু তা বাড়িয়ে দিলে গোল করতে ব্যর্থ হন আমন সিকে। এরপর সায়ন বন্দ্যোপাধ্যায়ের পাস থেকে ফের গোল নষ্ট বিষ্ণুর। এরপরেই আবার সুযোগ নষ্ট আমন সিকের। একাধিক সুযোগ নষ্টের প্রদর্শনী না হলে অন্তত গোটা চারেক গোলে এগিয়ে যেত। ইস্টবেঙ্গলের ফুটবলারদের ব্যর্থতার পাশাপাশি গোল না হওয়ার জন্য কৃতিত্ব দিতে হবে ইউনাইটেড স্পোর্টস গোলরক্ষক রৌনক ঘোষকে। বেশ কয়েকটি অব্যর্থ গোল বাঁচান তিনি। ইস্টবেঙ্গলের গোল এল ৩৫ মিনিটে। তন্ময় দাসের বাড়ানো উচু বল ডানপ্রান্তে সায়ন বন্দ্যোপাধ্যায় ধরে কাট করে ঢুকে শট নিলে তা রৌনক চাপড়ে বাঁচান। ফিরতি বল জালে পাঠান ডেভিড।
বিরতির পরে ফের দাপট ইস্টবেঙ্গলের। তবে প্রতিআক্রমনে ইউনাইটেড যথেষ্ট বেগ দিয়েছে। ৮৭ মিনিটে শ্রীনাথের মাপা সেন্টারে দলকে সমতায় ফেরান অমিত। তবে ৮৮ মিনিটে ফের গোল ইস্টবেঙ্গলের। গোলদাতা গুইতে। দেবীপক্ষের দ্বিতীয়ায় ট্রফির আলো লাল হলুদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *