Advertisement

জমা জলে ৭ জনের মৃত্যু – মমতা দায় চাপালেন CESC-র উপর

জমা জলে ৭ জনের মৃত্যু – মমতা দায় চাপালেন CESC-র উপর এই প্রথম কলকাতা পরিচিত হলো ‘মেঘভাঙ্গা বৃiষ্টি’র সঙ্গে। সোমবার ৩/৪ ঘন্টা বৃষ্টিতে কলকাতা বিপর্যস্ত। পরিসংখ্যান বলছে, গত ৫ ঘণ্টায় আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ১৯৭৮ সালের পর যা রেকর্ড। এই পরিস্থিতিতে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগজনক। আর এই মৃত্যুর দায় সিইএসসি-র উপর চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, “এর দায় সিইএসসি-কেই নিতে হবে। এখনই তাঁরা জরুরিভিত্তিতে কর্মীদের নামিয়ে পরিস্থিতি মোকাবিলা করুক।” মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দাবি করেন, সিইএসসি-র উদাসীনতার বলি এই ৭ জন। সিইএসসি-র উচিত, মৃতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া। মুখ্যমন্ত্রী যখন একবার চাকরির দাবি উস্কে দিয়েছেন, তখন পরিবার থেকে অবশ্যই সেই দাবি উচ্চ কন্ঠে রাখা হবে। রীতিমতো ক্ষোভের সুরে মুখ্যমন্ত্রীর অভিযোগ, “এখানে তারা ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।” এখন দেখার CESC বিষয়টাকে কিভাবে গ্রহণ করে। তারা কত দ্রুত সংস্কারের কাজে হাত দেয় ও পরিবার পিছু চাকরি দেয় কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *