Advertisement

হঠাৎ প্রবল বর্ষার কারণে আজ থেকেই পুজোর ছুটি – ঘোষণা মমতার

হঠাৎ প্রবল বর্ষার কারণে আজ থেকেই পুজোর ছুটি – ঘোষণা মমতার বাস্তব পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এর সুবিধা পান বাংলার মানুষেরা। দু’দিন পর থেকে পুজোর ছুটি পড়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবারই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতভর বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে কার্যত জলে ডুবে গিয়েছে কলকাতা। কোথাও কোথাও ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে এক রাতে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনোই দুষ্কর হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এই দুর্যোগের পরিস্থিতিতে আগাম ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানিয়েছেন। এই দুর্যোগের পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরপর অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত বুধবার থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। প্রধান বৃষ্টিটা কলকাতায় হলেও সোমবার রাতে জেলাতেও ভালো বৃষ্টি হয়েছে। স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বাংলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা স্বস্তি পেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *