সোমবার গভীর রাতে কলকাতা প্রথম দেখেছে ‘মেঘভাঙ্গা বৃষ্টি’। আর তারই পরিণামে মঙ্গলবার কলকাতা চলে যায় জলের তলায়।
মৃত্য হয় ৮ জনের। ঠিক এই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের একটি বড়সড় ভালভ হঠাৎ ফেটে যায়। এই পাম্প থেকে উত্তর কলকাতার বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ হয়।
ফলে বুধবার সকাল থেকে উল্টোডাঙা, কাঁকুড়গাছি, বাগমারি-সহ ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড জলের অভাবে হাহাকার পরিস্থিতির মুখে পড়তে পারে সাধারণ মানুষ বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার গভীর রাত থেকেই জল সরবরাহ বিভাগের ডিজি-সহ পুরসভার শীর্ষকর্তারা মেরামতির কাজে নেমে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির চেষ্টা হলেও শেষ কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তাই বুধবার সকাল থেকে মুচিবাজার, কাঁকুড়গাছি, ফুলবাগান-সহ বিস্তীর্ণ এলাকায় পৌরসভার কল থেকে জল আসছে না।
প্রসঙ্গত, বৃষ্টির জলে বহু বাড়িতে জল ঢুকে যাওয়ায় রিসার্ভারের জলও দূষিত হয়েছে। ফলে পানীয় জলের একমাত্র ভরসা ছিল পুরসভার কল। সেটিও যদি বন্ধ থাকে, তাহলে এলাকাবাসীর জন্য কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বুধবার সকাল থেকেই তারা তীব্র জলসঙ্কটে ভুগতে পারেন এবং হয়েছেও তাই। পৌরসভা জলের গাড়ি এনে তা সামাল দেওয়ার চেষ্টা করছে।
















Leave a Reply