আইসিসি-র ‘আদালতে’ হাজিরা সূর্যেরকরমর্দন বিতর্কের পর সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। সেই ঘটনায় আইসিসি-র শুনানিতে হাজিরা দিলেন ভারত অধিনায়ক। শুক্রবার হবে তার রায়ঘোষণা। অর্থাৎ, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেই জানা যাবে যে সূর্যের কোনও শাস্তি হবে কি না।আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। তাঁর নিজের যা বলার ছিল তা বলেছেন ভারত অধিনায়ক। এ বার বাকিটা রিচার্ডসনের হাতে। সূর্যের পর এ বার পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজ়াদা ফারহানও রিচার্ডসনের সামনে হাজিরা দেবেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।সুপার ফোরের ম্যাচে রউফ এবং ফারহানের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসি-কে ই-মেল করেছিল বিসিসিআই।
আইসিসি-র ‘আদালতে’ হাজিরা সূর্যেরকরমর্দন
















Leave a Reply