Advertisement

উজ্জ্বলা যোজনায় আর ২৫ লক্ষ কানেকশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার

পুজোর আগে সমাজে পিছিয়ে পরা মহিলাদের জন্য সুসংবাদ।Ujjwala Yojana 2.0 এর মাধ্যমে দেশের গরিব মহিলাদের বড় উপহার দিল।

গত সোমবার পেট্রোলিয়াম মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২৫ লক্ষ দরিদ্র মহিলাকে অতিরিক্ত ফ্রি এলপিজি সংযোগ দেবে।

এই যোজনার আওতায়, ভারত সরকার এখনও পর্যন্ত মোট ১০ কোটিরও বেশি পরিবারকে এলপিজি সংযোগ প্রদান করেছে। ২০২১ সাল থেকে এই কাজ আরও দ্রুত এগিয়ে চলেছে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি এরজন্য আবেদন করতে পারেন। * আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য, আপনার কাছে নিম্নলিখিত নথি থাকা খুবই গুরুত্বপূর্ণ -* মহিলা সুবিধাভোগীর আধার কার্ড (eKYC)* বিপিএল রেশন কার্ড/দারিদ্র্যসীমার শংসাপত্র* ব্যাঙ্ক পাসবুক / অ্যাকাউন্ট নম্বর* পাসপোর্ট সাইজের ছবিআবাসিক প্রমাণ (রেশন কার্ড/ভোটার আইডি ইত্যাদি)।

প্রতিটি সংযোগের জন্য সরকার ২০৫০ টাকা খরচ করবে। দেশে বর্তমানে ১০ কোটি ৩৫ লক্ষ সক্রিয় উজ্জ্বলা রান্নার গ্যাস সংযোগ রয়েছে।

নবরাত্রির প্রথম দিনে ২৫ লাখ নতুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা রান্নার গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা করা হয়েছে, যার ফলে উজ্জ্বলা গ্যাস সংযোগের সংখ্যা ১০ কোটি ৬০ লাখ হবে।

পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, সরকার প্রতিটি নতুন গ্যাস সংযোগের জন্য ২,০৫০ টাকা খরচ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *