শাস্তি সূর্য, রউফ, ফারহানের
রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে নামতে চলেছে পাকিস্তান। তার আগে দলের দুই ক্রিকেটার শাস্তি পেলেন। হ্যারিস রউফের জরিমানা করেছে আইসিসি। সতর্ক করে দেওয়া হয়েছে সাহিবজ়াদা ফারহানকে। ফলে ফাইনালে নামার আগেই ধাক্কা খেল পাকিস্তান। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবেরও ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রউফের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা দিতে হবে। আগ্রাসী আচরণের জন্যই এই শাস্তি। ফারহানকে সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি।
সুপার ফোরের ম্যাচে ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে আইসিসি-র কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছিল ভারত। উল্টো দিকে, পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমার যাদবের ‘পহেলগাঁও’ মন্তব্যের জন্য।
ফারহান এবং রউফ দু’জনেই জানান তাঁরা কোনও অপরাধ করেননি। ফলে আনুষ্ঠানিক শুনানি করতেই হত। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শুক্রবার পাকিস্তানের টিম হোটেলে গিয়ে দুই ক্রিকেটারের সঙ্গে আলাদা করে দেখা করেন। ফারহান জানান, তিনি ক্রিকেটীয় সংস্কৃতির বিরোধী কোনও কাজ করেননি। যে উচ্ছ্বাস তিনি করেছেন তা পাকিস্তানের পাখতুন সম্প্রদায়ের দীর্ঘ দিনের প্রথা। রউফ কী যুক্তি দিয়েছেন তা জানা যায়নি। তবে ‘অশ্লীল ভাষা’ এবং ‘আগ্রাসী আচরণ’-এর জন্য ম্যাচ রেফারি ভর্ৎসনা করেন তাঁকে। দুই ক্রিকেটারকেই লিখিত ভাবে উত্তর দিতে হয়।
সূর্যকেও ছেড়ে কথা বলেনি আইসিসি। তাঁকে রাজনৈতিক মন্তব্য না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে ‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, সূর্যকেও ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হিসাবে দিতে হবে।
















Leave a Reply