ইরানে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপারজায়ান্ট। তবে আইএফএ শিল্ডে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। আইএফএ-র পক্ষ থেকে সচিব অনির্বান দত্ত জানিয়েছেন “আসন্ন আইএফএ শিল্ডে খেলার বিষয়ে সম্মতি জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা নিজেদের মাঠ অর্থাৎ মোহনবাগান মাঠ, কিশোর ভারতী স্টেডিয়াম ও যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাদের ম্যাচ গুলো খেলতে চেয়েছে।”
আইএফএ শিল্ডে খেলার ব্যাপার সবুজ সংকেত দিলেও আশঙ্কা মত এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিল। শনিবার সন্ধ্যায় বিমান ধরার কথা ছিল হোসে মোলিনার ছেলেদের। বদলে প্র্যাকটিস ডেকেছিলেন কোচ হোসে মোলিনা। তিরিশ সেপ্টেম্বর ইরানের সাফিয়ান এফসির সঙ্গে খেলা মোহনবাগান সুপারজায়ান্টের। পরপর দুবছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা থেকে সরে দাঁড়ালো মোহনবাগান সুপারজায়ান্ট। দুবারই নিরাপত্তার কারন দেখাচ্ছে তারা। যা হয়তো এএফসি ভালোভাবে নেবে না। বিরাট কোনও আর্থিক জরিমানার সামনে পড়তে হতে পারে। এমনকি নির্বাসনও হতে পারে।
১৯৯৯ সালে কলকাতায় এএফসি কাপের ম্যাচ আয়োজন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আয়োজন করেনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ফলসরূপ শাস্তি পেতে হয়েছিল। গতবছর যুদ্ধ পরিস্থিতির কথা বলে সরে দাঁড়িয়েছিল। ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর অ্যাওয়ে ম্যাচ সবুজ মেরুন ব্রিগেডে বিদেশি ফুটবলাররা খেলতে যেতে পারছেন না পাসপোর্ট সমস্যায়
ইরানে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপারজায়ান্ট,আইএফএ শিল্ডে খেলবে
















Leave a Reply