Advertisement

নতুন পদক্ষেপ ভারতীয় বোর্ডের,ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেললে অধিক অর্থ উপার্জন

নতুন পদক্ষেপ ভারতীয় বোর্ডের,ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেললে অধিক অর্থ উপার্জন

এবার থেকে সেই ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেললে বেশি অর্থ উপার্জন করতে পারবেন ক্রিকেটাররা। নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি দুই দল ফাইনালে উঠলে আলাদা করে আর্থিক মূল্য দেওয়া হবে উভয় দলকেই। মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমনটাই ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন হরভজন সিং।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভাজ্জি। বিসিসিআইয়ের এজিএমের পর তিনি বলেন, “সিদ্ধান্ত হয়েছে, কোনও ক্রিকেটাররা যদি এক মরশুমে ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলে, তাহলে সে বেশি অর্থ উপার্জন করবে। ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে উঠলে আলাদা করে টাকা দেওয়া হবে।”
বিষয়টি নিয়ে আরও বিশদে হরভজনের সংযোজন, “যদি কোনও ক্রিকেটার এক মরশুমে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন, তাহলে তিনি অতিরিক্ত ১ কোটি টাকা ম্যাচ ফি পাবেন।” ‘মিস্টার টারবনেটর’ মনে করেন, ভারতের ঘরোয়া ক্রিকেটের জন্য এই পদক্ষেপ যুগান্তকারী হতে চলেছে। এর ফলে অনেক বেশি তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলতে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *