Advertisement

পাকিস্তান কি খেলতে চান হরমনপ্রীত পাক অধিনায়কের সঙ্গে কি করমর্দন করবেন?

আগামী রবিবার ৫ অক্টোবর কলম্বোয় মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তানের মহিলা ক্রিকেট ম্যাচে। হরমনপ্রীত কি সে দিন করমর্দন করেন ফতিমা সানার সঙ্গে?এশিয়া কাপের আবহ উত্তপ্ত হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক। 

মহিলাদের বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেট দল তাঁদের সব ম্যাচ খেলবেন শ্রীলঙ্কায়। এশিয়া কাপের উত্তাপের পর ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের ‘বয়কট’ করেছেন সূর্যকুমার যাদবেরা। সলমন আলি আঘাদের সঙ্গে কথা বলেননি। রীতি মেনে টসের সময় বা খেলার পর করমর্দনও করেননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেন তাঁরা।
সূর্যকুমারদের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরন আকমল সুর চড়িয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমাদের মহিলা দলের পাশে থাকা উচিত। বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলা উচিত হবে না। আমাদেরও একটা কঠোর অবস্থান নেওয়া দরকার।’
প্রাক্তন ক্রিকেটার সন্ধ্যা আগরওয়ালের অবস্থানও একই রকম। তিনি বলেছেন, ‘‘হরমনপ্রীতদের উচিত পুরুষদের দলকে অনুসরণ করা। সূর্যকুমার যেমন আচরণ করেছে, হরমনপ্রীতেরও তেমনই করা উচিত। এ জন্য ভারতীয় দলের উপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে হয় না।’’ তাঁর বক্তব্য, কাউকে অসম্মান করার প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। উপেক্ষাই জবাব হোক।

মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারতীয় শিবির থেকে পাকিস্তান ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রতিযোগিতা শুরুর আগে এক সাক্ষাৎকারে পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের সাজঘরে এ সব নিয়ে কোনও কথাই হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মন দিচ্ছি।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা শুধু একটা জিনিস করতে পারি। সেটা হল, মাঠে নেমে ক্রিকেট খেলা। অন্য কিছু নিয়ে ভাবার ভাবছি না আমরা। বাকি কিছু আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সেগুলো নিয়ে ভাবতেও চাইছি না।’’ ভারতীয় দলের অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচে তাঁরা শুধু ক্রিকেট খেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *