অসত্য বলে দাবি করেছেন নকভিবুধবার ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবর করে যে, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নকভি।
কিন্তু ট্রফি ফেরত দেননি তিনি। এই খবরকে অসত্য বলে দাবি করেছেন নকভি। ফেসবুক ও এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতীয় সংবাদমাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই।
আমি কোনও ভুল কাজ করিনি। আমি কোনও দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি। ভবিষ্যতেও কোনও দিন চাইব না।”নকভির দাবি, ভুয়ো খবর পরিবেশন করে ভারতের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে সংবাদমাধ্যমগুলি। তিনি লেখেন, “এই বানানো ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়।
তার আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বার বার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে।”
















Leave a Reply