বিশ্বের যেখানেই কোনো জঙ্গি কার্যকলাপ হচ্ছে সেখানেই কোনো না কোনোভাবে পাকিস্তানের নাম এসে পড়ছে। গাজায় যাওয়ার পথে হঠাতই ‘ত্রাণবাহী’ জাহাজ আটক করল ইজরায়েলের নৌবাহিনী। আর সেই জাহাজ থেকেই ধরা পড়লেন পাকিস্তানের প্রাক্তন সিনেটর মুশতাক আহমেদ খান। হামাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে, এমনই দাবি আন্তর্জাতিক মহলের। এই মুশতাক আহমেদ খান পাকিস্তানে বেশ পরিচিত রাজনীতিবিদ। জামায়াত-ই-ইসলামির সদস্য। ২০১৮ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার প্রতিনিধি হিসাবে পাকিস্তানের সিনেটের সদস্য ছিলেন। পাকিস্তানেও এর আগে প্যালেস্তাইনপন্থী আন্দোলন গড়ে তুলেছিলেন মুশতাক আহমেদ খান। ইজরায়েলের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন সিনেটরের সঙ্গে হামাসের সরাসরি যোগাযোগ রয়েছে। ইজরায়েলের দাবি, মানবিক সহায়তার নামে এই মিশনের আড়ালে হামাসের জন্য রাজনৈতিক প্রচার চালানো হচ্ছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ত্রাণ সংগঠনের সঙ্গে যুক্তরা। এরপর সিনেটরকে নিয়ে ইজরায়েল ও পাকিস্তান কোন পথে এগোয়, এখন সেটাই দেখার।
জঙ্গি’ ও ‘পাকিস্তান’ শব্দদুটো প্রায় সমার্থক হয়ে গেছে
















Leave a Reply