অবশেষে মুখ খুললেন মোহনবাগান সচিবআইএসএল হবে কি না তা নিয়ে সন্দিহান মোহনবাগান শীর্ষকর্তা। ইরানে খেলতে না যাওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। একই সঙ্গে ক্লাবের কার্যকরী কমিটিতে সভাপতি দেবাশিস দত্ত এবং তার গোষ্ঠীর দিকেও আঙুল তুলেছেন পরোক্ষে। দীর্ঘদিন পরে স্বমহিমায় আইএফএ শিল্ড আয়োজন হলেও বাগান সচিবের কটাক্ষের মুখে আইএফএ।একদা প্রধান টুর্নামেন্ট কেন ব্রাত্য তা নিয়েও প্রশ্ন রয়েছে তাঁর। পরোক্ষে ইস্টবেঙ্গলের সঙ্গে সমঝোতায় সুতারকিন স্ট্রীট চলছে বলে আঙুল তুললেন। পাশাপাশি সমর্থকদের গেল গেল রব তোলার মধ্যেও তাড়াহুড়ো করার মানসিকতা দেখতে পাচ্ছেন। ক্লাব বনাম সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের বোঝাপড়ায় সমস্যা নেই বলে দাবি করেছেন সবুজ মেরুন সচিব। চলতি মরসুমে ইস্টবেঙ্গলের দুটো ডার্বি জয়কে অঘটন বলছেন। বিশেষ করে কলকাতা লিগের ডার্বি জয় অঘটন।
অবশেষে মুখ খুললেন মোহনবাগান সচিব
















Leave a Reply