Advertisement

ODI থেকে অধিনায়কত্ব গেলো রোহিতের টেস্টের পর ODIঅধিনায়কত্ব সামলাবেন গিল

টেস্টের পর এবার ওয়ানডে-তেও অধিনায়ক হিসাবে দেখা যাবে শুভমন গিল-কে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিতকে আর টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে দেখা যাবে না। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে রোহিতের নেতৃত্বে খেলেছিল টিম ইন্ডিয়া। টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পর শুধুই ওয়ানডে ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। মুম্বইয়ের তারকা ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক হিসাবে থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিতকে আর ওয়ানডে অধিনায়ক রাখছেন না জাতীয় নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচে ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শুভমন গিলকে।এরফলে ভারতীয় ক্রিকেটে শেষ হল অধিনায়ক রোহিত শর্মার ইনিংস।আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে ও তারপর ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলবে ভারতীয় দল। টি-২০ দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ওয়ানডে-তে গিলের ডেপুটি করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। আর টি-২০ দলে সূর্যকুমারের ডেপুটি গিল। ওয়ানডে সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে খেলবেন টি-২০-তে।অস্ট্রেলিয়ায় ওয়ানডে দলে গিলের ডেপুটি শ্রেয়স আইয়ার, টি-২০-তে সূর্যর ডেপুটি গিলঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড-শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।এক নজরে ওয়ানডে স্কোয়াডঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াড-সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *