Advertisement

আগামী ১৭ অক্টোবর হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘নিশির ডাক’

বেশ রহস্য ও রোমাঞ্চজনক স্টোরি ‘নিশির ডাক’। একেন বাবুকে সকলের সঙ্গে পরিচয় পড়িয়েছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এবার একেবারে অন্য ধাঁচের ছবি তৈরি করতে চলেছেন তিনি। ভুতুড়ে গল্পের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে বন্ধুত্বের গল্প।

আগামী ১৭ অক্টোবর হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘নিশির ডাক’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজের টিজার। একটা সময় ছিল যখন সঙ্গীতের মাধ্যমে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে পারতেন তানসেন।

সঙ্গীতের মাধ্যমে মিলেমিশে একাকার হয়ে গেছে বহু দেশ, বহু জাতি, বহু ভিন্ন ধর্মের মানুষ। সঙ্গীতের অসামান্য ক্ষমতার জন্যই মনে করা হয়, প্রত্যেক সঙ্গীতজ্ঞ স্বয়ং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য।

কিন্তু এই গল্পে বৃষ্টি নয় বরং সঙ্গীত ডেকে নিয়ে আসে সাক্ষাৎ মৃত্যু। এই গল্পে এমন একটি গ্রামের উল্লেখ রয়েছে যে গ্রামে সুর ধরলেই চলে আসে মৃত্যু। এই গল্প শুধু ভুতুড়ে গল্প নয়, এই গল্প দুই প্রজন্মের গল্প।

এই গল্প বন্ধুত্বের গল্প, যারা হঠাৎ করেই চলে আসে এক পোড়ো বাড়িতে। সেই বাড়িতে তাদের সঙ্গে কোন কোন অলৌকিক ঘটনা ঘটবে?

তারা একে অপরকে কিভাবে বাঁচাবে? কোন অভিশাপে মৈনাককে গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়? এমন অনেক প্রশ্নের উত্তর দেবে ‘নিশির ডাক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *