ঘন্টাখানেক হলো ট্রেন ছেড়েছে।বর্ধমান, বোলপুর থেকে উঠেছে আরো ত্রাণসামগ্রী। মালদা, ডালখোলা থেকে উঠবে আরো।মাত্র একদিনের ডাকে গোটা রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, মেহনতী মানুষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। উত্তরবঙ্গের বিপন্নমানুষের পাশে দাঁড়াতে স্পর্ধা, রসদ, শক্তি জুগিয়েছে।তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। কাল সকালে দুর্যোগে আক্রান্ত চারটি জেলায় পৌঁছে যাবে এসএফআই’র রাজ্য রিলিফ টিম। যে কাজ করতে রাজ্য, কেন্দ্রের সরকার ব্যর্থ। যে ভূমিকা নির্বাচিত জনপ্রতিনিধিরা নিচ্ছে না। বাংলার ছাত্রছাত্রীরা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।শুধু এই অকালে, এই বিশ্বাসটুকু বাঁচিয়ে রাখতে যে হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়।
ত্রাণ সামগ্রী নিয়ে রওনা এস এফ আই
















Leave a Reply