রঞ্জি ট্রফিতে নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরন, দলে শামি ও আকাশ দীপ
আসন্ন রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মরসুমে বেঙ্গল সিনিয়র পুরুষ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দলের নির্ভরযোগ্য ওপেনার অভিমন্যু ঈশ্বরন। বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়।
উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোরেল সহ-অধিনায়ক।
দলে প্রত্যাবর্তন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামির। রয়েছেন আকাশ দীপও। নিঃসন্দেহে এই দুইজনের অন্তর্ভুক্তি বেঙ্গলের বোলিংকে শক্তিশালী করবে। ।
অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায় ও তরুণ সুধীপ কুমার ঘরামি ছাড়াও রাহুল প্রসাদ, সৌরভ কুমার সিং ও বিশাল ভাটি রয়েছেন ভরসা দিতে
দলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা, সহকারী কোচ অরূপ ভট্টাচার্য ও শিব শঙ্কর পল। ফিল্ডিং কোচ চারঞ্জিত সিং মাথারু।
বেঙ্গল তাদের রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে ১৫ অক্টোবর ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচও ঘরের মাঠে, ২৫ অক্টোবর গুজরাটের বিপক্ষে।
দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), অভিষেক পোরেল (সহ-অধিনায়ক/উইকেটকিপার), সুধীপ কুমার ঘটামি, অনুষ্টুপ মজুমদার, সুধীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), ঈশান পোরেল, কাজি জুনায়েদ সাইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহন্ত, বিকাশ সিং।
















Leave a Reply