Advertisement

শহরের একাধিক জায়গায় ইডি হানা

পুজোর পরেই ঘুম ভেঙেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাস্তবে শীতকাল আসলেও লক্ষ্মীপুজোর পরে ইডির আবার শীতঘুম ভেঙেছে।

সকালেই কলকাতার কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে অভিযান ইডি আধিকারিকদের।ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে। সুজিত বসুর অফিসে হাজির ইডি।

শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন।

সুজিত বসুর অফিসেও তল্লাশি চলছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছে বলে খবর। সব মিলিয়ে বেশ জটিল পরিস্থিতি। আজ সকালেই সুজিত বসুর অফিসে হাজির হয় ইডি।

দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি চলছে। পুরনিয়োগ দুর্নীতিতে শহরের মোট ১০ জায়গায় তল্লাশি চলছে। এখন দেখার বাস্তবে তারা কতটা সচল হয়।

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সকালেই ইডির আধিকারিকরা পৌঁছে যান নাগের বাজার। প্রথমে দরজা দীর্ঘ সময় বন্ধ ছিল। অনেকের ধারণা সেই ফাঁকে কাগজপর বা টাকা সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

পরে দরজা খোলায় ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা বাড়ির ভিতর প্রবেশ করেন। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দের বাড়িতে অভিযান চালায় ইডি।

সূত্রের খবর, এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী দীপক দে। একটি বেসরকারি স্কুলের মালিক তিনি। এছাড়াও প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসা রয়েছে। দীপক দে তৃণমূল ঘনিষ্ঠ বলেই খবর। তৃণমূলের ছত্রছায়াতেই অল্প সময়ে তাঁর বিপুল সম্পত্তি বেড়েছে বলে খবর।

অন্যদিকে, নিউ আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনেও চলছে ইডি তল্লাশি। বিশাল পাতোড়িয়া নামের এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *