জাপানি স্ট্রাইকার ইবুসকি পরশু রাতে কলকাতায় পা দিয়েছিলেন। শুক্রবার বৃষ্টির কারণে প্র্যাকটিস বাতিল হয়েছিল।তাই শনিবার কোচ অস্কার ব্রুজো আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু হতেই নবতম সংযোজন জাপানি স্ট্রাইকার প্র্যাকটিসে নেমে পড়লেধ। নয় নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে। এই দীর্ঘদেহী স্ট্রাইকারকে পছন্দ করেছেন কোচ অস্কার ব্রুজো স্বয়ং। ষষ্ঠ বিদেশি হিরোশি ইবুসুকি কি মঙ্গলবার নামবেন আইএফএ শিল্ডের ম্যাচে। নথিভুক্ত করা হবে শীঘ্রই। প্রথম দিনের অনুশীলনে ইবুসুকি সেভাবে নজর টানতে ব্যর্থ। দলের সঙ্গে হালকা প্র্যাকটিসের পরে বল পায়ে নেমেছিলেন। দুপ্রান্ত ক্রসে মাথা ছোঁয়ানোর চেষ্টা করলেন। প্রথম দিনের অনুশীলনে চেষ্টার কসুর করেননি। তবে সিদ্ধান্তে পৌঁছতে সময় আসেনি। এদিনের অনুশীলনে সওল ক্রেসপো ফিজিওর সঙ্গে সময় কাটালেন। প্রভাত লাকড়াও ফিজিওর সঙ্গে মাঠের ধারে ছিলেন। আইএফএ শিল্ডের খেলায় নামধারী এফসি তিন শূন্য গোলে শ্রীনিধী ডেকানকে হারানোয় মঙ্গলবার ইস্টবেঙ্গল ম্যাচটি সহজ থাকল না। কারন দুটো দলের সামনেই ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। সেই কথা মাথায় রেখেই অস্কার ব্রুজোও সতর্ক। সব মিলিয়ে নতুন স্ট্রাইকার মাঠে নামার দিনেই ইস্টবেঙ্গল আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল। প্রসঙ্গত ডুরান্ড কাপের পরে হঠাৎই দলের তারকা বিদেশি ফরওয়ার্ড দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল। ৩৪ বছর বয়সী এই জাপানি ফরওয়ার্ডই লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর আগে লা লিগার দল জিরোনা, সেভিয়া এফসি ছাড়াও ভ্যালেন্সিয়া বি এবং অ্যাডিলেড ইউনাইটেডের মত দলে খেলেছেন।
।
ইস্টবেঙ্গলে প্র্যাকটিসে নেমে পড়লেন ইবুসুকি।
















Leave a Reply