আইপিএল থেকেও অবসর নিতে পারেন বিরাট কোহলি?আন্তর্জাতিক টি-টোয়েন্টি, টেস্ট ক্রিকেটের পর আইপিএল থেকেও অবসর নিতে পারেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত একটি সংস্থার সঙ্গে চুক্তি মেয়াদ বৃদ্ধি করতে রাজি হননি তিনি। তাতেই তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।কোহলি নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে তিনি একাধিক বার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ২০২৬ সালের আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিক বার চুক্তি পুনর্নবীকরণের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাঁদের। কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তাঁর অবসরের জল্পনা।২০২৬ সালের আইপিএলেও সংস্থাটি কোহলিকে তাঁদের প্রচারের প্রধান মুখ করতে চায়। কিন্তু রাজি হচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি তাঁর মুখ বেঙ্গালুরুর প্রচারেও আর ব্যবহার করতে দিতে চান না বলে শোনা যাচ্ছে।
আইপিএল থেকেও অবসর নিতে পারেন বিরাট কোহলি?
















Leave a Reply