তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন ভারতে সফর করে ভারত-আফানিস্তান যৌথ বিবৃতি দেয়। আর গোল বাঁধে সেখানেই।
তালিবান সরকারের বিদেশমন্ত্রী আলি খান মুত্তাকির দিল্লি সফরের সময় যৌথ বিবৃতি জারি করেছে ভারত-আফগানিস্তান। সেই যৌথ বিবৃতি নিয়ে পাকিস্তান এবার তীব্র আপত্তি জানিয়েছে।
এমনকী ইসলামাবাদে আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে পাক বিদেশ মন্ত্রক। বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করা হয়। এই আবহে পাকিস্তান সেই বিবৃতির আপত্তি জানিয়ে বলেছে যে এটা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করা রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং জম্মু ও কাশ্মীরের আইনি মর্যাদার পরিপন্থী।
অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মত্যাগ ও অনুভূতির প্রতি এটা ভারতের অসংবেদনশীলতা।’
এদিকে দিল্লিতে বসে আফগান বিদেশমন্ত্রী বলেছিলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। মুত্তাকির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
তাদের দাবি, আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে এমন সন্ত্রাসবাদী গোষ্ঠী সম্পর্কে তারা বেশ কয়েকবার আফগানিস্তানকে অবহিত করেছে।
পাকিস্তানের বক্তব্য, ‘আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে নিজেকে রেহাই দিতে পারে না।’
এদিকে বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানে বসবাসরত অননুমোদিত আফগান নাগরিকদের তাদের দেশে ফিরে যাওয়ার সময় এসেছে। উল্লেখ্যে, তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারতে আছেন।
প্রসঙ্গত, তালিবানরা কাবুলে ক্ষমতায় আসার পরে প্রথম উচ্চ পর্যায়ের সফরে দিল্লি এসেছেন মুত্তাকি। আর সেদিনই কাবুলে বিস্ফোরণ হয়।
















Leave a Reply