Advertisement

বাংলা অনুশীলনে সৌরভ যেন “কোচ”,দলকে উদ্বুদ্ধ করলেন সিএবি প্রেসিডেন্ট

সোমবার দুপুরে শহরে পৌঁছে গেলেন মহম্মদ শামি। মঙ্গলবার ম্যাচের ২৪ ঘণ্টা আগে বাংলা দলের সঙ্গে অনুশীলন করে বুধবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইডেনে নেমে পড়বেন। মঙ্গলে উষা বুধে পা। চলতি মরসুমে উত্তরাখণ্ড ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করবে বাংলা। রঞ্জি ট্রফি জয়ের অধরা স্বপ্ন পূরণ করতে লক্ষীরতন শুক্লার প্রশিক্ষনাধীন প্রথম ম্যাচ থেকেই সতর্ক। অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কত্বে বাংলা দলের এবারের শক্তি বোলিং আক্রমন। প্রথমবার লাল বলের দৌড় ভাগ করে নেবেন মহম্মদ শামি এবং আকাশদীপ। এছাড়াও রয়েছেন ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়ালরা। এবারের বাংলা দল তারুন্য এবং অভিজ্ঞতার মিশ্রনে গঠন হয়েছে। সোমবার অনুশীলনে কার্যত প্রথম থেকে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। পিচের চরিত্র পরীক্ষা,অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরণ কোচ লক্ষীরতন শুক্লার সঙ্গে কথা বলেন সৌরভ। পরে দলের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। এবং অনুপ্রাণিত করেছেন সৌরভ। ঘাস রয়েছে। সজীবতা রয়েছে। তাই চার পেসারে আক্রমন সাজাচ্ছে বাংলা। সৌরভ বলছেন দলের প্রস্তুতি নিয়ে খুশি। কারন ক্রিকেটাররা সকলেই সারাবছর ধরে প্রস্তুতি সেরেছে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকেও নেতৃত্ব নিয়ে কোনও পরামর্শ দেননি। ক্রিকেটের অন্যদিক নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। পিচের চরিত্র পরীক্ষা করে বলেছেন ইডেনে যে ধরনের বাইশগজ হয়ে থাকে সেটাই হয়েছে। বোলার ব্যাটাররা দুজনেই সাহায্য পাবে। খাতায় কলমে উত্তরাখণ্ড দলটি পিছিয়ে। তবুও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ লক্ষীরতন শুক্লা। আপাতত ইনিংস শুরু ঈশ্বরনের সঙ্গে করবেন সুদীপ চ্যাটার্জী। তিন নম্বরে সুদীপ ঘরামি,চার নম্বরে অনুস্টুপ মজুমদার পাঁচ নম্বরে অভিষেক পোড়েল ব্যাট করবেন। গত দুবছর ধরে বৃষ্টি ঘরের মাঠে বাংলা দলের জয়ের পথে কাঁটা ছড়িয়েছে। গুরুত্বপূর্ন ক্রিকেটারদের গুরুত্বপূর্ন সময়ে না পাওয়ার সমস্যাও ছিল। সবকিছু দূরে সরিয়ে বাংলা এবার রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ থেকেই ইতিবাচক পদক্ষেপ নিতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *